ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ
প্রতিবছরের মতো এবারও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে। “পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন বাংলাদেশ” (প.দ.ফ) তরুণরা বদলে গেলে বদলে যাবে দেশ।
এই শ্লোগানে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সোনারগাঁ মোগরাপারা চৌরাস্তায় অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
ত্যাগের মহিমায় ঈদ উৎসবে নিজেদের অর্থায়নে এই মাংস বিতরণ করে তারা। মাংস পেয়ে আনন্দে আত্মহারা অসহায় ও কোরবানি না দেওয়া লোকজন। আর তাদের কাছে এই মাংস পৌঁছে দিতে পেরে সন্তুষ্ট আয়োজকরা।
বিতরণের সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আরিফ, আরমান, সুমন, আব্দুর রউফ, আহমেদ শরীফ, ওসমান গনি, ফারুক আহমেদ আরো অন্যান্য সদস্যরা।