ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল আজ শুক্রবার (২৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ঢাকাগামী ১টি প্রাইভেটকার তল্লাশী করে ৪০০ বোতল ফেনসিডিলসহ মোঃ মাইন উদ্দীন (৩৩) নামক ১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৬৭৫ টাকা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।