নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সৌদি আরবে আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গতকাল শুক্রবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় দেশটিতে।
২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি আরবে রমজান মাসে করোনা ভাইরাসের বিধিনিষেধ থাকছে না।
এবার ২০ রাকাত তারাবির নামাজ আদায় করবে সৌদি আরবের মুসল্লিরা।
এদিকে দেশে আজ সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।
রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও মিশরের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশ দু’টিতে আজ শনিবার (২ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে।
খালিজ টাইমস জানিয়েছে, মালয়েশিয়া, ব্রুনাই, জাপান ও ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার থেকে ওই সব দেশে রোজা শুরু হচ্ছে না।