আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের বৈরিতা ভুলে অবশেষে সৌদি আরব সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সরকারি সফরে সৌদি আরবে রয়েছেন।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান বলেছেন, ‘আমরা আশা করছি, ইরানের প্রধানমন্ত্রী রাইসি এবার সৌদি সফরে আসবেন। রাজা সালমান বিন আব্দুলআজিজ তাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন। দুই দেশের স্বার্থের বিষয়গুলি নিয়ে আমরা একসঙ্গে কাজ করব ও দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাব।
দুই দেশের সম্পর্ক এখন কেমন?
তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি-সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ২০১৬ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। চীনের মধ্যস্থতায় গত মার্চে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়েছে। জুলাইয়ে সৌদিতে দূতাবাস খুলেছে ইরান। গতমাসে তেহরানে সৌদির দূতাবাসও চালু হয়েছে।
তবে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে সংঘাতের ক্ষেত্রে ইরান ও সৌদি বিপরীত শিবিরে আছে।