অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ট্রানজ্যাকশনাল ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই সহযোগিতা-চুক্তিটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের বিভিন্ন ট্রানজ্যাকশনাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রণীত হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই শিক্ষার্থীদের আধুনিক আর্থিক সেবা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যও অর্জিত হয়।
২৫ সেপ্টেম্বর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর এই সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। পারস্পরিক সহযোগিতার নীতিকে ফুটিয়ে তুলে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন। একই সাথে ক্যাম্পাসে একটি রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিনও (আরসিডিএম) উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ রুমানা হক রিতা ও ড. ফারাহনাজ ফিরোজ। উপস্থিত এসব সম্মানিত ব্যক্তিরা এরকম সহযোগিতা চুক্তির প্রয়োজনীয়তা এবং সমাজে এর প্রভাবের ওপর গুরত্বারোপ করেন।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং জাবেদুল আলম, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল ইমতিয়াজ আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্ধিত এবং প্রয়োজনীয় আর্থিক সেবা প্রদানের মাধ্যমে শিক্ষা খাতের ডিজিটালাইজেশনের প্রতি ব্র্যাক ব্যাংক যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ, তা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ- এর শিক্ষার মান উন্নত করার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যৌথ উদ্যোগটি নেওয়া হয়েছে দেশে উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নত আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে। এভাবে পারস্পরিক সহযোগিতায় দেশের শিক্ষার মান সমৃদ্ধ করা সম্ভব।