নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ইজতেমায় মুখরিত তুরাগতীর। আর এর প্রভাব পড়েছে ঢাকা-গাজীপুর মহাসড়ক এবং উত্তরা-বিমানবন্দর সড়কে। আজ ভোর থেকেই বিমানবন্দর এলাকায় তীব্র যানজট দেখা গেছে। মূলত মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এলাকা ছাড়িয়ে মহাখালী, রামপুরা ও মিরপুরের কালশী পর্যন্ত গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে তীব্র এ যানজটের কারণে বিপাকে পড়েন এ পথে চলাচলকারীরা। ঘণ্টার পর ঘণ্টা তাদের রাস্তায় পার করতে হচ্ছে।
দেখা গেছে, সকাল থেকে কার্যত বিমানবন্দরমুখী সড়কে যানচলাচল স্থবির। বিশেষ করে মহাখালী বা প্রগতি সরণি থেকে বিমানবন্দর হয়ে উত্তরাগামী রাস্তায় যানচলাচল একপ্রকার বন্ধই। যানজটে একদিকে পৌঁছেছে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত, অন্যদিকে রামপুরা পর্যন্ত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (উত্তরা) একাধিক কর্মকর্তা জানান, ইজতেমা উপলক্ষে হাজার হাজার মুসল্লি তুরাগপাড়ে আসছেন। এ কারণে রাস্তায় চাপ বেড়ে গেছে। ফলে বিমানবন্দর এলাকা থেকে উত্তরা ও গাজীপুরের দিকে কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না।