300X70
রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

‘স্বপ্নাদেশ’ পেয়ে সন্তানকে হত্যা, মা উধাও

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৯, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ

সংবাদদাতা, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় ‘স্বপ্নাদেশ’ পেয়ে চার মাসের পুত্রসন্তানকে হত্যা করে উধাও হয়েছেন এক গৃহবধূ। নিহত শিশুর নাম জুবায়ের আহম্মেদ তালুকদার।

শনিবার দিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শিশু জুবায়ের ওই গ্রামের সাগির তালুকদারের ছেলে। মা ছালেহা বেগম পলিকে (৩৭) পুলিশ ও স্বজনরা খুঁজে পাচ্ছেন না।

নিহতের বাবা গরুর খামারি সাগির তালুকদার জানান, তিনি তিন ছেলে ও এক কন্যাসন্তানের জনক। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ছোট ছেলে জুবায়ের আহম্মেদকে নিয়ে তিনি ও তার স্ত্রী পলি ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টার দিকে তিনি জেগে স্ত্রী ও ছেলেকে বিছানায় না পেয়ে পবিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন।

পরে গরু ঘরের পাশে বড় বালতির মুখ একটি গামলা দিয়ে ঢাকা দেখতে পান। তখন ওই বালতির মুখের গামলা সরিয়ে ফেললে দেখতে পান, পানিভর্তি বালতির মধ্যে জুবায়েরের মাথা নিচে ও পা দুটো ওপরের দিকে। পরে বালতির ভেতর থেকে জুবায়ের মৃতদেহ উদ্ধার করেন তারা।

স্বামীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার স্ত্রী পলির সন্ধান পাননি।

সাগির আরও জানান, ছেলে জুবায়ের আহেম্মদ জন্মের পর থেকে তার স্ত্রী পলি স্বপ্নাদেশ পেয়ে খাসি ছদগাহ্ ও মনসা মন্দিরে দুধ কলা দেয়। এর পর তার স্ত্রী প্রায়ই স্বপ্নাদেশ পেয়ে ঘুমের ঘরে চিৎকার করে উঠত। এর পর থেকে পলি আমাদের কাছে স্বপ্নাদেশের কথা বলত, তাকে (পলি) সাপ ধাওয়া করে ও আঁকড়ে ধরেছে।

সাগর আরও জানান, তার স্ত্রী লিপি স্বপ্নাদেশ পেয়ে প্রায়ই বলে আসছিলেন জুবায়ের বেঁচে থাকলে সংসারে শান্তি হবে না। এমনকি দুই সন্তানকে আছড়ে মেরে ফেলবে।

নিহতের বড় বোন সাগরিকা বেগম (২০) জানান, তার ছোট ভাই জুবায়ের জন্মের পর থেকেই তার মা প্রায় স্বপ্নাদেশ পেয়ে আবোলতাবোল বলতেন। এ জন্য তাকে (পলি) অনেক ঝাঁড়ফুক দেওয়া হয়েছে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, চার মাস বয়সের শিশু জুবায়ের আহম্মেদের লাশ রাতেই উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রোববার দুপুর দেড়টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা সাগির তালুকদারকে বাদী করে ঘাতক স্ত্রী ছালেহা বেগম পলিকে আসামি করে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঘাতক মাকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি আফজাল হোসেন জানান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় অশনি: বাংলাদেশের শঙ্কা কাটছে

চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত

কোস্ট গার্ডের অভিযানে দুই হাজার কেজি জাটকা জব্দ

দেশে করোনায় একদিনে আরও ২০ প্রাণহানি, নতুন শনাক্ত ১৩৩৫

প্রধানমন্ত্রী ১৩ বছরে দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে : আইসিটি প্রতিমন্ত্রী পলক

চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২৪

দক্ষিণ সুদানে মৃত্যুবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের সেনাপ্রধানের শ্রদ্ধা

সিলেট স্ট্রাইকার্স দলের সাথে আইপিডিসি-এর চুক্তি স্বাক্ষর

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

জিআরআই সাউথ এশিয়া আয়োজিত গোল টেবিল বৈঠকে স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণ

ব্রেকিং নিউজ :