নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সামসুদ্দিন ভূঁইয়া সেন্টুর নেতৃত্বে এক বিশাল আনন্দ র্যালি বের করা হয়। ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে বণার্ঢ্য আনন্দ র্যালিটি বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন পারা মহল্লা ঘুড়ে পুনরায় কাউন্সিলর কার্যালয়ে এসে আনন্দ র্যালিটি শেষ হয়।
৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সামসুদ্দিন ভূঁইয়া সেন্টুর উদ্যোগে আয়োজিত এ র্যালিতে অংশ নেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
আনন্দ র্যালিটি কার্যালয়ে আসলে নেতা কর্মীদের মিষ্টি খাওয়ানোর পর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ৬৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু।