মাঠে-মাঠে প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘স্বাধীনতা কাপ ২০২১’ এর খেলা আগামী ২৭ নভেম্বর ২০২১ তারিখ হতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
উক্ত প্রতিযোগিতার স্পন্সর সাইনিং সিরিমনি , ‘ লোগো উন্মোচন ’ ও ‘ ড্র ’ অনুষ্ঠান অদ্য ২৩ নভেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় মতিঝিলস্থ বাফুফে ভবনের ৩ য় তলাস্থ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ।
উক্ত স্পন্সর সাইনিং সিরিমনি , ‘ লোগো উন্মোচন ’ ও ‘ ড্র ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ – সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদী , এমপিসহ বাফুফে নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ।
আরও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ‘ রিভাইরা কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিঃ ’ এর চীফ এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব সৈয়দ রিয়াজুল করিম, পাওয়ার্ড বাই স্পন্সর দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শামসুদ্দিন চৌধুরী , এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স মোঃ তারেক উদ্দিন এবং বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ ।