প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে স্বামী সাইজুল ইসলামের (৪০) লাশ উদ্ধারের এক ঘণ্টার মাথায় তার স্ত্রী আসমা বেগমের (৩৫) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সদর উপজেলার আঁকচা ইউনিয়নের কাজীপাড়া এলাকার টাঙ্গন নদীর পাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত সাইজুল ইসলাম আঁকচা ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। আর আসমা বেগম তার দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানায়, সকালে নদীর পাশে সাইজুলের মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সাইজুলের মুখে ফেনা ছিল। এর এক ঘণ্টার মাথায় প্রায় ৩শ’ মিটার দূর থেকে সাইজুলের স্ত্রী আসমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।