সংবাদদাতা, মেহেরপুর: স্ত্রীকে নিয়ে ফিরছিলেন শ্বশুরবাড়ি থেকে। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-চিৎলা সড়কে পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়েন স্বামী-স্ত্রী। এসময় তাদের কাছে থাকা মোটরসাইকেল, মোবাইল ফোন, স্বর্ণের অলঙ্কার ও নগদ টাকাসহ সব কিছু লুট করে নেয় ছিনতাইকারীরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিয়ে মেহেরপুরের বাঁশবাড়িয়া-চিৎলা সড়কে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী ডিশ ব্যবসায়ী জামান হোসেন চিৎলা গ্রামের মৃত আরমান শেখের ছেলে। তার শ্বশুরবাড়ি গাংনী উপজেলা শহরের গাড়াডোব গ্রামে। জামান তার স্ত্রী মিরা খাতুন ও তাদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। রাত ৯টার দিকে বাঁশবাড়িয়া-চিৎলা সড়কের একটি ইটভাটার অদূরে আমবাগানের কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ৬ থেকে ৭ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে।
পরে জামান ও তার স্ত্রীকে আমবাগানে আটকে রেখে মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্বর্ণের গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
জামান হোসেন জানান, রাতে দাওয়াত খেয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। এ সময় ছিনতাইকারীরা আমার একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, আমার স্ত্রীর স্বর্ণের গয়না ও নগদ টাকা কেড়ে নেয়। পাশের আম-বাগানে আমাদের আধা ঘণ্টা আটকে রাখে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আমাদের বিপদমুক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।