বিনোদন ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালির’ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে দায়ের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
আজ রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী নিয়াজ মোর্শেদ এ আবেদন করেন।
সোমবার তার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে বলে জানা গেছে।
মিথিলা প্রতিষ্ঠানটির সঙ্গে ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন।
গত ৪ ডিসেম্বর অভিনেত্রী শবনম ফারিয়া, মিথিলা ও সংগীতশিল্পী তাহসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক।