আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বুকের সংক্রমণে ভুগছেন। তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
গত শুক্রবার (১ সেপ্টেম্বর) মুম্বাইয়ে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক শেষ করে তিনি দিল্লি ফিরেন। সেখান থেকে ফেরার পরই তাঁর বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। চলতি বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে গত মার্চে শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
প্রবীণ এই কংগ্রেস নেত্রী গত বছর দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।
৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন। ১৯৯৭ সালে তিনি প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন।
কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন। তিনি সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর সফর করেন। সর্বশেষ তিনি মুম্বাইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠকে অংশ নেন।
সূত্র : ইন্ডিয়া টুডে