300X70
সোমবার , ২৫ জানুয়ারি ২০২১ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

হাড়কাঁপানো শীতে কাঁপছে মানুষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৫, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ণ

sitবাঙলা প্রতিদিন:
ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতার পাশাাপাশি হাড়কাঁপানো শীতে কাঁপছে মানুষ। উত্তরাঞ্চলের মানুষজন জবুথবু শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে ঢাকা শহরেও সূর্যের আলোর দেখা মিললেও ঠান্ডার অনুভূতি কমছে না। ঘনকুয়াশায় আকাশ পথ, রেলপথ, সড়ক ও নদী পথে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।

গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নওগাঁ ও রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বেড়েছে দুর্ভোগ। প্রচণ্ড শীতে কাজে যেতে না পারায় মানবেতর দিন কাটছে তাদের।

স্থানীয়রা জানান, ঠাণ্ডার ভেতরে বাইরে বের হতে পারছি না এবং কাজকর্মও করতে পারছি না।

আর এসব জেলাগুলোতে শীতের কারণে সবচেয়ে কষ্টে আছে শিশু আর বৃদ্ধরা। নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। শীতের তীব্রতার সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপট।

বেশ কয়েকদিন ধরে মৃদু শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা এবং কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমুল মানুষের সমস্যা প্রকট হয়ে উঠছে।

ভুক্তভোগী মানুষরা জানান, খুব শীত, কুয়াশা বৃষ্টির মতো ঝপঝপ করে পড়ছে।

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী

গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়। দেশের প্রায় সব অঞ্চল মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশা আরও তিন দিন থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে চলতি মাসের শেষ দিকে পশ্চিমা লঘুচাপের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, শীতের এই সময়ে এমন কুয়াশা থাকাই স্বাভাবিক। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। তবে বেলা বাড়লে রোদের দেখাও মিলবে। আরও কিছুদিন এ আবহাওয়া অব্যাহত থাকবে।

ঢাকা ও এর আশপাশের অঞ্চলে বেশ কিছুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পর রোববার থেকে বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মূলত কুয়াশার কারণে সূর্যের আলো আসতে পারছে না। তাই তাপমাত্রা বেশি থাকলেও ঠান্ডা অনুভূত হচ্ছে। সেইসঙ্গে বাতাস থাকায় অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। সামনের দু-একদিন তাপমাত্রা কিছুটা বেড়ে জানুয়ারির শেষে আবার কমতে পারে। এ সময় আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়ে আবার তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গায় নিখোঁজ ২ বৃদ্ধের মরদেহ মিলল ভুট্টাক্ষেতে

ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট

ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার সম্মাননা পেল প্রিমিয়ার ব্যাংক

কক্সবাজারে এবার অষ্টম শ্রেণির ছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ

বাংলাদেশ-ভারত দু’দেশের সম্পর্কযুক্ত সংবাদ পরিবেশনে যত্নবান থাকুন : তথ্যমন্ত্রী

বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা

পল্লী সঞ্চয় ব্যাংকে ইংরেজি নববর্ষ ২০২২ উদযাপন

ঘরে স্বামীর গলাকাটা লাশ, বিবস্ত্র স্ত্রীকে পাওয়া গেল ধানক্ষেতে

মৌলভীবাজারের জুড়ীতে এক্সিম ব্যাংকের ১৩৯তম শাখার উদ্বোধন

রিজার্ভে নতুন রেকর্ড, ছাড়াল ৪৮.৪ বিলিয়ন ডলার

ব্রেকিং নিউজ :