নিজস্ব প্রতিবেদক : সাভারের হেমায়েতপুরে বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংকের নতুন শাখার র্কাযক্রম শুরুহয়েছে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান র্নিবাহী তারিক র্মোশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএইচ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম (সিআইপি) এবং এজেআই ও এবি গ্রুপ এর চেয়ারম্যান এবং চলচিত্র প্রযোজক ও অভিনেতা এম এ জলিল অনন্ত (সিআইপি) ।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, অন্যান্য উধ্বর্তন র্কমর্কতাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ অংশ নেন।
এ নিয়ে মোট এগারোটি (১১) শাখা চালু করলো বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক।
শীঘ্রই চট্টগ্রামের আনোয়ারা, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এবং ধানমন্ডিতে শাখা চালু করতে যাচ্ছে বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক।