নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করতে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি।
নতুন নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা থেকে সর্বশেষ বৈঠকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করা হয়। সেখান থেকে আজ ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
গত রবিবার সন্ধ্যায় সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘আমরা ১২-১৩ জনে নেমে এসেছি। এ তালিকা নিয়ে ২২ তারিখ বিকেলে আবার বৈঠকে বসব। সেদিন তালিকা ১০ জনে নামিয়ে আনা হবে। ২৪ তারিখ আমরা রাষ্ট্রপতির কাছে নাম জমা দেব। তিনি নির্বাচন কমিশন গঠনে চূড়ান্ত পাঁচজনের নাম ঘোষণা করবেন।’
সার্চ কমিটির একটি সূত্র জানায়, সংক্ষিপ্ত তালিকায় সামরিক ও বেসামরিক সাবেক আমলা, সাবেক বিচারক ও শিক্ষকের নাম রয়েছে। চূড়ান্ত তালিকাতেও এর প্রতিফলন থাকতে পারে।
সংবিধানে বলা আছে, কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদে আইন পাসের পর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।