সংবাদদাতা, রাজশাহী: রাজশাহীতে ডাকাতি মামলায় ১০ বছরের কারাদণ্ড এড়াতে ২৩ বছর ধরে আত্মগোপনে ছিলেন মো. আব্দুস সাত্তার (৬৫) নামে এক ব্যক্তি। নিজ এলাকা ছেড়ে ভারতে গিয়ে গড়েছিলেন স্থায়ী আবাস। তবে শেষ রক্ষা হলো না তার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইফতেখায়ের আলম।
তিনি বলেন, রাজশাহীর তানোর উপজেলার কিসমত বিল্লি গ্রামের বাসিন্দা মো. আব্দুস সাত্তার। একসময় ডাকাত হিসেবে কুখ্যাতি ছিল তার। ১৯৯৯ সালের ৯ই মার্চ একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকেই ভারতের মুর্শিদাবাদে পালিয়ে যান আব্দুস সাত্তার
পরে ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী জেলা দায়রা জজ আদালত আসামির অনুপস্থিতিতেই ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশও হয়। মামলার পর থেকে তাকে পাওয়া না গেলেও লোক মুখে শোনা যায় তিনি ভারতে গিয়ে স্থায়ী বাসিন্দা হয়েছে। তবে কয়েকদিন আগে তিনি চাঁপাই নবাবগঞ্জে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। গোপন সূত্রে এ খবর পেয়ে তানোর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালায় তাকে গ্রেপ্তারের জন্য। সেই অভিযানে পুলিশ তাকে গ্রেপ্তারে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আজ শনিবার সকালে পলাতক আসামি আব্দুস সাত্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।