জ্যেষ্ঠ প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি রেকর্ড ডেটের কারণে আগামী রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে স্পট মার্কেটে লেনদেন করবে।কোম্পানি দুটি হলো, আল-হাজ্ব টেক্সটাইল ও সিঙ্গার বিডি।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ‘জেড’ ক্যাটাগরির আল-হাজ্ব টেক্সটাইলের স্পটে লেনদেন শেষ হবে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি)।
সিঙ্গার বিডির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী সোমবার (১৫ ফেব্রুয়ারি)। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি)।
রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।