নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ সেপ্টেম্বর নেয়া হবে চতুর্দশ সহকারী জজ নিয়োগে প্রিলিমিনারি পরীক্ষা। এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ ও বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়।
বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর দুদিন আগে ২৩ সেপ্টেম্বর পরীক্ষাকেন্দ্রের নোটিশ বোর্ড এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কক্ষ নম্বর ও আসনবিন্যাস দেখা যাবে।