আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার সাইফার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির বিচারিক রিমান্ড ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত।
মামলাটি একটি কূটনৈতিক নথির সাথে সম্পর্কিত যা ইমরানের খানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা গেছে। পিটিআই অভিযোগ করেছে যে, এতে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি কথা রয়েছে। তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানের তিন বছরের জেলের মেয়াদ স্থগিত করার পরে, এটি প্রকাশিত হয়েছিল যে, তিনি সাইফার মামলায় বিচারিক রিমান্ডে ছিলেন, যা গত সপ্তাহে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।
সূত্র : দ্য ডন