নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এর আয়োজনে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের হলরুমে গতকাল রোববার (৬ মার্চ) ৪র্থ বাংলাদেশ ইনোভেশন এ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে ৩৮ জন উদ্ভাবক, ১৮ জন বিজয়ী এবং ২০ জনকে সম্মানসূচক এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান, এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ. ই মুস্তাফা ওসমান তুরান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বেষ্ট ইনোভেশন ফর কমিউনিটি এনগেজমেন্ট ক্যাটাগরীতে ‘রিকশাওয়ালাদের ডিজিটাল পেমেন্টের আওতায় অন্তর্ভুক্তি’র জন্য ট্রাস্ট আজিয়াটা পে (tap) কে বিজয়ী ঘোষনা করায় এর পক্ষে অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান, এনডিসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ও পরিচালক, ট্রাস্ট আজিয়াটা পে (tap) এবং হুমাইরা আজম, ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং পরিচালক, ট্রাস্ট আজিয়াটা পে (tap)।