বাহিরের দেশ ডেস্ক : আটলান্টিক মহাসাগরে প্রায় চার হাজার গাড়ি নিয়ে ডুবে গেছে ‘দ্য ফেলিসিটি এইস‘ নামের সেই কার্গো জাহাজটি।
বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড পোর্শে ও বেন্টলি নির্মিত গাড়িগুলো নিয়ে জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে পর্তুগিজ অ্যাজোরস দ্বীপপুঞ্জের কাছে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার প্রায় দুই সপ্তাহ পর জাহাজটি ডুবে গেল। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফেলিসিটি এস নামের জাহাজটি পোর্শে ও বেন্টলির মতো বিখ্যাত ব্র্যান্ডের প্রায় চার হাজার গাড়ি পরিবহণ করছিল। জাহাজটি জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে যাওয়ার পথে ১৬ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের পর জাহাজটির সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়। পর্তুগালের নৌবাহিনী জানিয়েছে, আগুনে কেউ আহত হয়নি। ২২ জন ক্রুকে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভোক্সওয়াগেন জানিয়েছে, গাড়িগুলো ডুবে যাওয়ায় প্রায় ১৫৫ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। অপর দিকে, বেন্টলি নিশ্চিত করেছে, তাদের ১৮৯টি গাড়ি এবং পোর্শে বলছে তাদের প্রায় এক হাজার ১০০টি গাড়ি জাহাজে ছিল।