বিনোদন ডেস্ক: ৯৫তম অস্কারে লস অ্যাঞ্জেলেসে একাডেমি অ্যাওয়ার্ডে দ্য হোয়েলের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন ফ্রেজার। তিনি দ্য হোয়াল সিনেমাতে একজন ইংরেজি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন।
অপরদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্সের মিশেল ইয়োহ। তিনি হলেন প্রথম এশীয় নারী যিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
স্থানীয় সময় রবিবার রাতে পুরস্কার হাতে পেয়ে ৬০ বছর বয়সী হংকংয়ের অভিনেত্রী ইয়েহ বলেন, ‘এটি ইতিহাস।’ তিনি হংকংয়ের নারীদের ধন্যবাদ জানিয়েছেন।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতানিমিজ-আমেরিকান অভিনেতা কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনিত হয়েছিলেন তিনি। এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি এ পুরষ্কার।
এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স ছবিতে দুর্দান্ত অভিনয় করার সুবাদে এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। এ ছবিটির অভিনেতা কে হুই কুয়ান সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেতা এবং অভিনেত্রী দু’টি পুরস্কারই পেলেন একই ছবিতে কাজ করা দুই শিল্পী।