মাঠে-মাঠে ডেস্ক:
কোভিড নাইন্টিন মহামারিতে বিশ্বব্যাপী ফুটবলে ক্ষতি হবে প্রায় ১৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ লাখ ১৮ হাজার ৬৩৬ কোটি। এক গবেষণা শেষে এমনটাই দাবি করেছে ফিফা। যা কিনা বিশ্বব্যাপী ফুটবলের অর্থনৈতিক মূল্য ৪৬ বিলিয়ন ডলারের প্রায় এক তৃতীয়াংশ।
করোনার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার লাতিন আমেরিকা অঞ্চল। দক্ষিণ আমেরিকার পর আফ্রিকা ও এশিয়াতে ক্ষতির হানা বেশি। মহামারী দীর্ঘায়িত হলে লোকসান আরও বাড়বে।
ফিফা ইতোমধ্যে ২১১ সদস্য দেশকে ১৫ লাখ ডলার করে অনুদান নেয়ার সুযোগ করে দিয়েছে। ১৫০টি দেশ আবেদন করেছে। থাইল্যান্ড লিগ ফেরাতে, মেক্সিকো নারী লিগ, ব্রাজিল নারী ফুটবলারদের করোনা পরীক্ষা, উরুগুয়ে কর্মীদের চাকরিতে নিয়োগে অর্থ খরচ করেছে।
রিলিফ ফান্ড স্টিয়ারিং কমিটির প্রধান ওলি রেন তুলে ধরেছেন ক্ষতির ভয়াবহতা।