মাঠে মাঠে ডেস্ক:
করোনাভাইরাস কেড়ে নিলো স্বাধীন বাংলা দলের ফুটবলার নওশেরুজ্জামানের প্রাণ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গেল সপ্তাহে অসুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নওশেরের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছিল।
জাতীয় দল ও মোহামেডানের এই স্ট্রাইকার করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এর পর রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন নওশের।