বাংলা প্রতিদিন ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্সের বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়,গত ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পর্যদসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্র কারণে তা স্থগিত করে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে জানা গেছে,বোর্ড সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি।