নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী ও চকবাজারে র্যাবের অভিযানে ৭২২০০পিস বিদেশী সিগারেটসহ ৫ সিগারেট কালোবাজারী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ কালোবাজারী ও চোরাচালানকারীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিভিন্ন সময়ে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া ও দক্ষিন রায়েরবাগ এবং চকবাজার থানাধীন বেগম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭২,২০০ পিস বিদেশী সিগারেটসহ ৫ জন সিগারেট কালোবাজারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে আব্দুল বারেক (৩৭), আব্দুল খালেক (২৮), মিজান আবেদীন (৪৭), আসাদুল ইসলাম (২৫) ও মোক্তার হোসেন (৫৫)।
এসময় তাদের নিকট থেকে ৬টি মোবাইল ও নগদ- ৭ লক্ষ ৮০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।







































































