নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথিতযশা গবেষক, সাংবাদিক, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রেলপথ মন্ত্রী আজ এক শোক বার্তায় বলেন, সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বই ও প্রবন্ধ লেখার পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।







































































