ভারত থেকে মনোয়ার ইমাম : আন্তর্জাতিক দৌড়বিদ অসম এর হেমা দাস হলেন পুলিশ এর ডি এস পি। হ্যাঁ ঘটনাটি সত্যিই অসম পুলিশের ডি এস পি র ব্যাটন হাতে তুলে নিলেন ভারতের প্রক্তন দৌড়বিদ অসমের মেয়ে হিমা দাস।
তার ছোট বেলা থেকেই মনের মধ্যে ইচ্ছা পুলিশের চাকরি করে দেশ ও সমাজ এবং জাতির সেবা করার।আজ তার স্বপ্ন কে বাস্তবায়ন করলেন ভারতের সাবেক ক্রীড়ামন্ত্রী ও অসম এর মুখ্যমন্ত্রী শ্রী সবানন্দ সোনওয়ালা।
তাকে যখন নিয়োগপত্র ও ডিএসপি ব্যাটন হাতে তুলে দিচ্ছিল, তখন হিমা দাস এর চোখের এক কোণে জল এসে যায়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
আজ হিমা দাস এর জীবন এর নতুন ভাবে শুরু হল দেশ সেবায়। তাঁকে সামনে বিধান সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। সঙ্গে মানত্যা সভা নির্বাচন এর সমস্যা ও উগ্রবাদী দল উলফা ও বড়ো ল্যান্ড কোওয়ামী মুভমেন্ট সহ ছোট বড় জঙ্গি সংগঠন মোকাবেলা করতে হবে এবং সব ধরনের রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের উপর নজর রাখতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে।
পুলিশের অনুশাসনের মধ্যে নিজের জীবন ধারা বজায় রাখতে হবে।এই কোন প্রথম মহিলা যে অসম রাজ্যে থেকে ডি এস পি হিসেবে নিয়োগ পেলেন।































































































