“প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব, এটা আমার দ্বারা হবে না”
আনন্দ ঘর ডেস্ক : বলিউডের প্রথম সারির নায়িকা সাবেক বিশ্ব সুন্দরী ছাড়াও বলিউডের নামী পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন।
বলিউডের এই সুন্দরী নায়িকা প্রেম-ভালোবাসা-সম্পর্ক নিয়ে কী ভাবেন? জবাব দিয়েছেন ঐশ্বরিয়া নিজেই।
বিয়ের আগেও তার জীবনে বহু প্রেম এসেছিল। সালমান খান, বিবেক ওবেরয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল শিরোনামে।
তিনি বলেছিলেন, “সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্কে আসার আগে একটা মানুষকে কিছুটা ভালো ভাবে চিনে নিতে হবে। আমি এমন মানুষ নই যে প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব। এটা আমার দ্বারা হবে না।”
অভিষেকের সঙ্গেও প্রথমে কাজ করতে করতে সখ্যতা গড়ে ওঠে তার। এরপরেই পর্দার প্রেমের জল গড়ায় বাস্তবে।