নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মোশারফ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারফ রাত ৯টার দিকে তার চাচা কবির হোসেনের ঘরে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ থানায় এনে রাখে। রোববার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, সে আগে থেকেই ইলেকট্রিকের কাজ জানত। তবে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।