নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন ২৪২ নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে রুবেল সরদার (৩৫) ও আল আমিন (২৬) নামের ২ জন ছিনতাইকারী গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার চাকু, ৩টি মোবাইল ফোন ও নগদ- ৫ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন রাত ৮টার দিকে র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলা ছনটেক প্রধান সড়ক এলাকায় অপর একটি অভিযান চালিয়ে সুজন শেখ (২৮), মনির শেখ (৩০), শাকিল (১৯) ও রায়হান (২৫) নামের ৪ ছিনতাইকারীকে গেফতার করেন। এসময় তাদের নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি চাকু, ৫টি মোবাইল ফোন ও নগদ- ৫ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ বংশাল ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]