প্রতিনিধি, চট্টগ্রাম
প্রথমে দুই সন্তানকে হত্যা করার পর মা নিজেই আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার একটি বাড়ি গ্রামে। এ ঘটনায় পুলিশ ওই নারী ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির জানান, তিনটি মরদেহে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল। দুই শিশুর মধ্যে মেয়েটির বয়স ৭ বছর ও ছেলেটির ২ বছর বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি।