নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : প্রফেসর ড. সাইফুল ইসলামকে রাষ্ট্রপতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসাবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।
প্রফেসর ড. সাইফুল ইসলাম ইতিপূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (২০১৬-২০২০) এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (২০১৩-২০১৬) হিসাবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৭৫ সালে বুয়েট হতে বি.এসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) অনার্স সহ ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। তিনি ১৯৭৭ সালে এম.এসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) সম্পন্ন করেন এবং ১৯৮৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী লাভ করেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গনভিল এন্ড কেইয়াস কলেজের ছাত্র ছিলেন।
তিনি ১৯৭৫ সালে বুয়েটে লেকচারার হিসাবে নিয়োগপ্রাপ্তির মাধ্যমে তার শিক্ষকতার জীবন শুরু করে ১৯৮৮ সালে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রফেসর হিসাবে নিয়োগ পান এবং পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান, ডীন, ভর্তি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর আজীবন ফেলো, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির আজীবন ফেলো, যুক্তরাজ্যের ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলাজীর (আই.ই.টি) এর ফেলো, যুক্তরাজ্যের ইঞ্জিনিয়ারিং কাউন্সিল এর চাটার্ড ইঞ্জিনিয়ার।
এছাড়াও তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ কমনওয়েলথ্ ট্রাস্টের ফেলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউশন অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স-এর সিনিয়র মেম্বার।
তিনি বাংলাদেশ ইলেকট্রিক্যাল সোসাইটির প্রাক্তণ ভাইস প্রেসিডেন্ট। ১৯৯৯-২০০০ সালে তিনি ইসলামিক ইনষ্টিটিউট অব টেকনোলজী (বর্তমানে আই.ইউ.টি), গাজীপুর-এর ভিজিটিং প্রফেসর ছিলেন।
তিনি ২০০২-২০০৬ সালে বুয়েট থেকে ছুটি নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ১ম ডীন হিসাবে নিযুক্ত হয়ে উক্ত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির গড়ার কাজে এবং ২৪টি ল্যাবরেটরিসহ বিভিন্ন কর্মে বিশেষ অবদান রাখেন।
তার ৪৫ বছর ১ মাস শিক্ষকতা, রিসার্চ এবং একাডেমিক এডমিনিস্ট্রেশন-এর কর্মে বিশেষ সুনাম এবং সুদক্ষতার পরিচয় দিয়েছেন। এই বিখ্যাত শিক্ষাবিদ তার পেশাগত জ্ঞান প্রয়োগের মাধ্যমে বিভিন্ন জাতীয় প্রজেক্টের সাথে বিভিন্ন সময়ে বিশেষ অবদান রেখেছেন।
মাইক্রোওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনিয়ারিং, রাডার ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট কমিনিউকেশন, স্যাটেলাইট সিস্টেম, লেজার, সুউচ্চ ভবন এবং শহরের ইলেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং স্পেশাল লাইটিং ডিজাইনের কাজে তার জ্ঞান এবং দক্ষতার ব্যাপারে তিনি অত্যন্ত সুপরিচিত