নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আসন্ন রমজান মাসকে সামনে রেখে ক্রেতা সাধারণের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা আরেকটু সহজ করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (http://daraz.com.bd) চালু করেছে অনলাইন গ্রোসারি শপিং ক্যাম্পেইন “রমজান বাজার”।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মাহে রমজান একটি বিশেষ মাস। বছরের বিশেষ এ মাসটিতে তারা আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকেন। গ্রীষ্মের উত্তাপ ও চলমান কোভিড-১৯ পরিস্থিতির মাঝে দারাজের “রমজান বাজার” ক্যাম্পেইনটির মাধ্যমে ক্রেতারা অল্প সময় ও শ্রম ব্যয় করে তাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ক্রয় করতে পারবেন।
“রমজান বাজার” ক্যাম্পেইনের আওতায় গ্রোসারি শপিং-এ রয়েছে ৭০০ টাকা পর্যন্ত ভাউচার মূল্যছাড় সহ আকর্ষণীয় সব অফার। এছাড়া বিকাশ- পেমেন্টে পাচ্ছেন ১৫% ক্যাশব্যাক এবং আরো অনেক পেমেন্ট পার্টনার অফার। এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদিন হাসান বলেন, “প্রত্যেক মুসলমানের জন্য রমজান মাসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমাদের রমজান বাজার ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা ডিসকাউন্ট ক্যুপন ও ভাউচার ব্যবহারের মাধ্যমে সুলভ মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। রমজান উপলক্ষে আমাদের এ উদ্যোগটির মাধ্যমে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যেই সব ধরনের মুদি কেনাকাটা পারবেন বলে আমি আশা করছি।”
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “রমজান মাসটি আমাদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক উপলক্ষ হিসেবে আসে। জনগণের ব্র্যান্ড হিসেবে দারাজ সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন আরো একটু স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে “রমজান বাজার” ক্যাম্পেইনের দারুণ সব অফারের মাধ্যমে আমরা ক্রেতা সাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার চেষ্টা করেছি।”
দারাজের রমজান বাজার ক্যাম্পেইনটি আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত চালু থাকবে।
দারাজ: দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, অসংখ্য বিক্রেতাকে লক্ষাধিক ক্রেতাদের সাথে যুক্ত করেছে। একশো’রও বেশি ক্যাটাগরির প্রায় ১ কোটি ৯০ লাখের বেশি পণ্য কেনাকাটায় গ্রাহকদের তাৎক্ষণিক এবং সহজ সুবিধাদানের সাথে সাথে প্রতি মাসে ২০ লাখেরও বেশি পণ্য বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে দারাজ। দারাজ তার গ্রাহকদের জন্য একইসাথে একটি বাজার, মার্কেটপ্লেস এবং কমিউনিটি। দারাজ উদ্যোক্তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো, কেননা প্রতিষ্ঠানটি প্রতিমাসে ই-কমার্স সম্পর্কে ৫ হাজারেরও বেশি নতুন বিক্রেতাকে সচেতন করে তোলে। দারাজ বিভিন্ন লজিস্টিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠার লক্ষ্যে, বিশেষত তাদের ই-কমার্স অপারেশনগুলোকে মাথায় রেখে ‘দারাজ এক্সপ্রেস’ (ডেক্স নামে পরিচিত) নামক নিজেদের লজিস্টিক কোম্পানি গঠন করেছে। দারাজ বিদ্যমান এবং নতুন লজিস্টিক সরবরাহকারীদের ডিজিটালকরণে সহায়তা করছে। ২০১৮ সালে আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে এবং ‘ডিজিটাল অর্থনীতির যুগে যেকোন স্থানে ব্যবসা সহজীকরণ’- এই লক্ষ্যের অংশ হিসেবে দারাজ গর্বের সাথে কাজ করে চলেছে। আলীবাবার অংশ হিসেবে, দারাজ বাজারে তার প্রতিষ্ঠানগত উন্নয়নে আলীবাবার নেতৃত্ব এবং প্রযুক্তি, অনলাইন বাণিজ্য, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকের অভিজ্ঞতাকে ব্যবহার করছে।







































































