গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাগুরু ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম আব্দুর রাজ্জাক স্যারের স্মৃতি স্বরণে এস.এস.সি ব্যাচ ওয়ারী ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ওয়ারী ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে আজ ১ লা মে (রবিবার) বিকেল ৪ ঘটিকার সময় উক্ত বিদ্যালয় মাঠে এস.এস.সি ব্যাচ ক গ্রুপ ও খ গ্রুপের ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
এস.এস.সি ব্যাচ ওয়ারী ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক বাবু শৈলন্দ্র মোহন রায় স্বপন, শাহাদত হোসেন মুন,সমাজ সেবক মেনাউল হক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বাবুল হোসেন,ধারাভাষ্যকার রবিউল ইসলাম ।
খেলায় ক গ্রুপে এস.এস.সি ব্যাচ ২০০৮ কে হারিয়ে ২০১০ এস.এস.সি ব্যাচ চাম্পিয়ন হয়। খ গ্রুপে এস.এস.সি ব্যাচ ২০২১ কে হারিয়ে ২০২০ চাম্পিয়ন হয়। অতিথি দ্বয় চাম্পিয়ন ও রার্নাস আপ দলের হাতে পুরুস্কার ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
উল্লেখ্যঃ গত ২৫ এপ্রিল থেকে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে এস.এস.সি ব্যাচের ২০ টি দল অংশ গ্রহণ করে।