বাহিরের দেশ ডেস্ক: কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তা নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে জল্পনা। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বিভিন্ন অভিযোগে রাজনৈতিক চাপের কারণে দলীয় প্রধানের পদ ছেড়ে দিতে বাধ্য হন। এর পর থেকেই শুরু হয় ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ পাওয়ার দৌড়। কয়েক দফা ভোটে এরই মধ্যে বিদায় নিয়েছেন নয় প্রার্থী। শেষ লড়াই লড়বেন যে দু’জন, তারা হলেন সম্প্রতি পদত্যাগকারী দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বুধবার তারা দুজন চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কনজারভেটিভ আইনপ্রণেতাদের মধ্যে ঋষি সুনাক সবচেয়ে বেশি ভোট পেয়ে সব রাউন্ডে এগিয়ে ছিলেন। তবে, ক্ষমতাসীন দলের প্রায় ২ লাখ সদস্যের লিজ ট্রাসের প্রতি সমর্থন আছেন বলে মনে করা হচ্ছে। এই সদস্যরাই শেষ পর্যন্ত বিজয়ী বেছে নেবেন।
বুধবার শেষ মুহূর্তে ঋষি সুনাক ও লিজ ট্রাসের সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন পেনি মরডান্টও। তবে, সবশেষ ভোটাভুটিতে বাদ পড়ে যান তিনি। ৩৫৭ ভোটের মধ্যে সুনাক ১৩৭ ভোট এবং ট্রাস ১১৩ ভোট পেয়ে শেষ লড়াইয়ের চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হন। মরডান্ট পান ১০৫ ভোট। সূত্র: রয়টার্স







































































