নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদভুক্ত চক্ষু বিজ্ঞান ও অর্থপেডিক্স সার্জারি বিভাগের পিএইচডি থিসিস প্রোটোকল টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় (৪ আগস্ট ২০২২) সার্জারি অনুষদের ডিন কার্যালয়ে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়।
অফথালমোলজি বিভাগের পিএইচডি থিসিসের পরীক্ষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষাগ্রহণ শেষে তার কার্যালয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জনসম্পৃক্ত ও জনকল্যাণ কাজে বেশি ব্যবহৃত বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে। মনে রাখতে হবে, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।
সার্জারির অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ,অপথালমোলজি চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, কমিটিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির ও ন্যাশনাল ইনিস্টিউট অপথালমোলজি (এনআইও) অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এ সভায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
এরপর সার্জারি অনুষদভুক্ত অর্থপেডিক্স পিএইচডি থিসিস প্রোটোকল মূল্যায় কমিটির সভায় পরিদর্শন গ্রহণ করেন । ন্যাশনাল ইনিস্টিউট অব ট্রমাটোলোজির ( নিটোর) পরিচালক অধ্যাপক গনি মোল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, অধ্যাপক ডা. শ্যামল দেবনাথ, নিটোরের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম পরীক্ষা গ্রহণ করেন।







































































