নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ই্উসেপ বাংলাদেশ সম্প্রতি ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে। দিবসটি উপলক্ষে ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো: আবদুল করিম। এছাড়াও ইউসেপ বাংলাদশের পরিচালকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডঃ করিম বাংলাদেশের স্বাধীনতার পেছনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœত্যাগের কথা স্মরন করেন। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু-সহ তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
ইউসেপ বাংলাদেশ সম্পর্কে:
ইউসিইপি বাংলাদেশ ১৯৭২ সালে নিউজিল্যান্ডের জনাব লিন্ডসে অ্যালান চেইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ‘শিখতে সাহায্য করুন, উপার্জনের জন্য দক্ষতা’ এই নীতির সাথে, ইউসিইপি বাংলাদেশ একটি বেসরকারি সংস্থা যা স্কুল বহির্ভূত শিশুদের দ্বিতীয় সুযোগ শিক্ষা প্রদান করে। এবং কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব ও প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কাজ। এটির সামাজিক অন্তর্ভুক্তির উপর বিশেষ ফোকাস রয়েছে, তাই দরিদ্র এবং সুবিধাবঞ্চিত পরিবারের মহিলা, শিশু এবং যুবকদের অগ্রাধিকার দেয়।







































































