নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদ্যাপন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দফতর বঙ্গবন্ধু প্যাভিলিয়নে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির সদর দফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ শ্রদ্ধা নিবেদন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এছাড়াও, উত্তরাস্থ বিএইচবিএফসি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা, মোনাজাত এবং শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। অপরাহ্নে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভার্চুয়ালি সংযুক্ত করে ‘শেখ রাসেলের জন্মদিন ও তাঁর জীবন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের সকল অফিসও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করেন।







































































