স্পোর্টস ডেস্ক: গুরুতর চোটে পড়ে বিশ্বকাপে অনিশ্চিত ছিলেন সন হিউং-মিন। চোখের অপারেশনও করতে হয়েছে টটেনহ্যাম হটস্পারের দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকারকে। সব শঙ্কা উড়িয়ে সনকে নিয়েই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোরিয়া কোচ পাওলো বেন্তো।
গত ১লা নভেম্বর চ্যাম্পিয়নস লীগের ম্যাচে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছায় টটেনহ্যাম। ম্যাচের ২৩তম মিনিটে হেডে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ হয় সনের। এতে তার বাম চোখে আঘাত পান। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় সনকে। এরপর তাকে তুলেও নেয়া হয়। টটেনহ্যামের বিবৃতিতে বলা হয়, ‘সন হিউং-মিন বাম চোখে আঘাত পেয়েছেন। তার অস্ত্রোপচার লাগবে।’ গত শুক্রবার সনের চোখে অপারেশন করানো হয়েছে। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সন জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ খেলতে প্রস্তুত তিনি।