আর এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সাইদুর রহমান ( ৫৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ডিসেম্বর) ভোর ৪ টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাংরি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার ভোরে সাইদুর রহমান অটোতে যাত্রী নিয়ে নান্দাইল থেকে চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।
নান্দাইল ডাংরি এলাকায় যেতেই দ্রুতগতির একটি কাঠ বোঝাই ট্রাক অটোকে ধাক্কা দেয়। এতে অটো দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় চালক ও এক যাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরী বিভাগের কর্মব্যরত চিকিৎসক অটো চালক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে অটোচালক নিহত হয়েছেন। আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।







































































