রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আলোচিত খবর
  6. উন্নয়নে বাংলাদেশ
  7. এছাড়াও
  8. কবি-সাহিত্য
  9. কৃষিজীব বৈচিত্র
  10. ক্যাম্পাস
  11. খবর
  12. খুলনা
  13. খেলা
  14. চট্টগ্রাম
  15. জাতীয়

শিল্পপতি টুলুর দেওয়া ২৬০ অসহায় পরিবার পেলো ঘর ও হ্যালোবাইক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১:৫৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি : ১৩০ জন অসহায় গৃহহীন পরিবারকে ঘর ও ১৩০ জন বেকার যুবককে হ্যালোবাইক প্রদান করেছেন শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এরই অংশ হিসেবে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল এলাকায় ব্যক্তিগত অফিস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ১০ জন অসহায় মানুষকে ঘর ও ১০ জন হ্যালোবাইক চালকের হাতে চাবি তুলেদেন তিনি। এছাড়া এদিন ভাষা শহীদ রফিক ব্লাড ডোনার গ্রুপের অ্যাপস উদ্বোধন করা হয়।

শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু এক্সিট নেটওয়ার্ক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামে। তিনি স্বপ্ন দেখেন, হানাহানি, ঘুষ-দুর্ণীতি ও মাদকমুক্ত সুখী-সুন্দর সমাজ গড়ার। এলক্ষ্যে দীর্র্ঘদিন ধরে দক্ষিন মানিকগঞ্জ তথা পুরো জেলার শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক.ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে আর্থিক সহযোগীতা করে আসছেন শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

গৃহহীনদের ঘর ও বেকার যুবকদের হ্যালোবাইকের চাবি হস্তান্তর উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে ১০ জন অসহায় গৃহহীন পরিবারকে ঘর ও ১০ জন বেকার যুবককে ১০ টি হ্যালোবাইকের চাবি তুলেদেন শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এর আগে বিভিন্ন সময় ১২০ জন গৃহহীন পরিবারকে ঘর ১২০ জন বেকার যুবককে হ্যালোবাইক প্রদান করা হয়।

এসময় সিংগাইর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার, জেলা পরিষদ সদস্য তমেজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, রমজান আলী, শওকত হোসেন বাদল, শাহাদাৎ হোসেন, আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইঁয়া, জাহিনুর রহমান সৌরভ, রিপন দেওয়ান, হরিরামপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা খাতুন, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, মো: আব্দুল মতিন, সিংগাইর পৌরসভার কাউন্সিলর শামসুল ইসলাম, সমেজ উদ্দিন, কামাল হোসেন, পারুল আক্তার, আলেয়া বেগম, তাসরিন নাহার, ভাষা শহীদ রফিক উদ্দীনের ভাই খোরশেদ আলম, ও সিংগাইর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফয়জুল ইসলামসহ সমাজের বিভিন্ন শ্রেনীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ক্যাম্পাস

ব্রেকিং নিউজ :