নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান এবং বিওএ’র সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সভায় বিওএ’র মহাসচিবসহ ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সেনাপ্রধান ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।
সভার উল্লেখযোগ্য সিদ্ধান্ত
গত ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত যেনব বরেণ্য ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং বর্ষীয়ান ব্যক্তি মারা গেছেন তাদের স্মরণে ও সম্মানে ১ মিনিট নিরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে ৪টি দলগত খেলা ফুটবল (পুরুষ ও নারী), ক্রিকেট (পুরুষ ও নারী), কাবাডি (পুরুষ ও নারী), হকি (পুরুষ) এবং ১৩টি ব্যক্তিগত খেলাসহ (আরচ্যারি, অ্যাথলেটিকস, বক্সিং, ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, কারাতে, সুইমিং, শ্যুটিং, দাবা, ভারোত্তোলন, ব্রিজ এবং তায়কোয়ানডো) মোট ১৭টি খেলায় বাংলাদেশ থেকে দল পাঠানোর সিদ্ধান্ত হয়।
আগামী ১৯ আগস্ট বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চতুর্থ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
২০২২-২৩ অর্থবছরের বিওএ’র হিসাব নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে সভায় অনুমোদিত হয়।






























































































