বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনারস এসোসিয়েশন যৌথভাবে কোন কোন ক্ষেত্রে কি ভাবে কাজ করতে পারে সে সম্পর্কিত এক আলোচনা সভা গতকার বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০ টায় বাউবি গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনারস এসোসিয়েশন এর সভাপতি মোস্তারি মোরশেদ স্মৃতি ও তার দল এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় তারা তাদের কাজের পরিধিসহ বিস্তারিত কার্যক্রমের উপর প্রেজেন্টেশন তুলে ধরেন। সভায় বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহা: শফিকুলআলম, সকল স্কুলের ডিন, সংশ্লিষ্ট পরিচালক ও কমৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।