ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর আয়োজন
বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশের সকল বেসরকারি টেলিভিশন-এর বিপণন ও বিক্রয় বিভাগে কর্মরতদের প্রাণের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর আয়োজনে স্যাটেলাইট চ্যানেলসমূহের অংশগ্রহণে ‘ওয়ালটান-ইমা মিডিয়া কাপ ২০২৪’-এর শুভ উদ্বোধন করা হয় ৩ মার্চ।
বনানী ১ নং রোডস্থ (চেয়ারম্যান বাড়ি) অবস্থিত শহীদ জায়ান চৌধুরী প্লে গ্রাউন্ড-এ ৩-১০ মার্চ পর্যন্ত ৮ দিনব্যাপি এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা এবং এটিএন নিউজ-এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, গান বাংলা টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস, জাতীয় সংসদ সদস্য (ঢাকা-১০) ফেরদৌস আহমেদ এমপি এবং জাতীয় সংসদ সদস্যা (হবিগঞ্জ-৪) সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন-এর সিনিয়র এক্সিসিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম।
ইমার পক্ষ থেকে সভাপতি আনিসুর রহমান তারেক-এর নেতৃত্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় টুর্নামেন্টের জার্সি এবং ক্রেস্ট। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর প্রথম ম্যাচে অংশগ্রহণ করে এটিএন বাংলা এবং যমুনা টেলিভিশন।