বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০২১ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল আজ মঙ্গলবার (৭ মে) প্রকাশিত হয়েছে।
পাসের হার শতকরা ৭০.৪৭। উক্ত পরীক্ষায় ৬টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩,১১,০৭৬ জন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ২,৫৮,৬৭৬ জন। চুড়ান্ত পরীক্ষায় ৪৬,৫০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩২,৭৭৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীদের মধ্যে ৬ জন A- , ৩০০ জন B+, ৩,৫৭২ জন B, ১১,০০৭ জন B-, ১১,৭৭০ জন C+, ৫,৩৮৬ জন C এবং ৭৩৪ জন C- গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৮,০০৯ জন ছাত্র এবং ১৪,৭৬৬ জন ছাত্রী ।
শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd এবং বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।