বাঙলা প্রতিদিন প্রতিবেদক : কৈলাশটিলা ৮নং অনুসন্ধান কূপে আজ গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড’র কৈলাশটিলা ৮ নং কূপ বাপেক্সের মাধ্যমে বিজয়-১২ রিগ ব্যবহার করে জানুয়ারি ২০২৪ হতে খনন কাজ শুরু করে এবং ৩৫০০ মিটার (এমডি)গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন করা হয়। কূপটিতে প্রাপ্ত নতুন গ্যাস স্তর হরাইজোন-৪ এ ৩৪৩৮ থেকে ৩৪৪৭মিটার গভীরতায় পারফোরেশন করে আজ ড্রিল স্টেম টেস্টিং (ডিএসটি)পরিচালনা করা হয়। ডিএসটি পরিচালনার ফলাফল অনুযায়ী কূপ হতে দৈনিক প্রায় ২১ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করা সম্ভব হবে এবং ফ্লোয়িং ওয়েলহেড প্রেসার ৩৩৮৩ পিএসআই।
কৈলাশটিলা ৮ নং কূপে প্রাপ্ত হরাইজোন -৪এ ৩৪৩৮-৩৪৪৭ মিটার গভীরে প্রাপ্ত গ্যাসের প্রাথমিক মজুত ২৫ থেকে ৪০ বিলিয়ন ঘনফুট । গ্যাস গেদারিং লাইন নির্মাণ শেষে আগামী তিন মাসের মধ্যে কৈলাস শিলা ৮ নং কূপ হতে দৈনিক প্রায় ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যায়।