গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি : বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রংপুরের বেনারসী পল্লীর তাঁত শিল্প নিয়ে যা যা করা দরকার তাই করা হবে। এই তাঁত শিল্পকে ধ্বংস হতে দেয়া হবে না।
মন্ত্রী গতকাল রংপুরের গঙ্গাচড়ায় তাঁত পল্লী পরিদর্শনে এসে তাঁত মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী তাঁত মালিক ও শ্রমিকদের উদ্দেশে বলেন, বাজারের প্রতিযোগিতায় আপনারা পিছিয়ে পড়ছেন। সেমি অটো ও সেমি অটোর পরবর্তী ধাপে উন্নত অটো তাঁত করার জন্য আপনাদের সহযোগিতা করা হবে। এখানে একটি ডিজাইন ও ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ প্রমুখ।