বাঙলা প্রতিদিন ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরীকে দেখা যাবে এবার বাংলাদেশের জার্সিতে। হামজাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। এমন খবরে দেশের ফুটবলে প্রেমীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। আশা প্রিমিয়ার লিগ মাতানো হামজার ছোঁয়ায় বদলে যাবে দেশের ফুটবল। দেশের ফুটবল প্রেমীদের মতো এমন আশা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারও।
পল্টনের শহীদ তাজউদ্দীন ইনডোরে ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হামজাকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান। সেই সঙ্গে হামজার দেশে আসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করায় বাফুফেকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। আমি আশা করি, তিনি আসায় বাংলাদেশের ফুটবল বদলাবে। বাংলাদেশের অনেকে যারা বিভিন্ন ক্লাবে খেলেন, হামজা চৌধুরীর বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।’
দেশের ফুটবলের জন্য আরেকটি সুসংবাদ—আগামী ১০ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সরকারের কাছ থেকে লিজ পেয়েছে বাফুফে। তারা অনেক দিন ধরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে বিভিন্ন স্টেডিয়াম স্থায়ী বরাদ্দ চেয়ে আসছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত। এত দিন এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল ভাগাভাগি করে ব্যবহার করে আসছিল।
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা। আশা করি, জানুয়ারি থেকে খেলা শুরু হবে।’ এরপর তিনি নিজে থেকেই বলেন, ‘আমরা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ১০ বছরের জন্য বাফুফেকে লিজ দিয়েছি। সংস্কার করে সেখানে ফুটবল শুরু হবে।’
বিভিন্ন স্টেডিয়ামের নাম বদলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘নাম তো একটা নয়, হাজার হাজার আছে। নামের বিষয়ে কী ধরনের পরিবর্তন আসবে, সেটা কমিটি প্রস্তাব করবে। তারপর সিদ্ধান্ত।’ ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এরপর এক মাস পেরিয়ে গেলেও বাকি ফেডারেশনগুলোর কমিটি দেওয়া হয়নি। আসিফ মাহমুদ অবশ্য জানিয়েছেন, দ্রুতই বাকি কমিটিগুলো ঘোষণা করা হবে।